সরকারি শিশু পরিবার:
পিতৃমাতৃহীন বা পিতৃহীন এতিম শিশুদের ভরণপোষণ, শিক্ষা, প্রশিক্ষণ এবং উপযুক্ত মর্যাদায় সমাজে পুনর্বাসনের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় নিয়ন্ত্রণাধীন সমাজসেবা অধিদফতর সরকারি শিশু পরিবার পরিচালনা করছে।
কার্যক্রম বাস্তবায়ন সংশ্লিষ্টগণ:
সমাজসেবা অধিদফতরের প্রতিষ্ঠান শাখা সরকারি শিশু পরিবার পরিচালনার দায়িত্ব পালন করে। পরিচালক (প্রতিষ্ঠান) এর নেতৃত্বে অতিরিক্ত পরিচালক, উপ-পরিচালক, সহকারী পরিচালক, সমাজসেবা অফিসার সদর দপ্তর পর্যায়ে এবং মাঠপর্যায়ে তত্তাবধায়ক/উপ-তত্ত্বাবধায়ক সরকারি শিশু পরিবার পরিচালনার সাথে সংশ্লিষ্ট। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক ও সহকারী পরিচালকগণ মাঠ পর্যায়ের প্রতিষ্ঠান তদারকি এবং মাঠ পর্যায় ও সদর দপ্তরের মধ্যে সমন্বয় সাধন করে থাকেন। মাঠ পর্যায়ে জেলা প্রশাসকের নেতৃত্বে শিশু পরিবার পরিচালনার জন্য একটি ব্যবস্থাপনা কমিটি রয়েছে। সংশ্লিষ্ট সরকারি শিশু পরিবারের তত্ত্বাবধায়ক/উপ-তত্ত্বাবধায়ক উক্ত কমিটির সদস্য-সচিব হিসেবে কাজ করেন। এছাড়া উপ-পরিচালক, সমাজসেবা অধিফতরের নেতৃত্বে সরকারি শিশু পরিবারের ভর্তি কমিটি শিশুদের ভর্তির ব্যবস্থা করে থাকে।
সেবা সমূহ:
জেলা সদর ও কিছু কিছু উপজেলায় অবস্থিত ৪৩টি বালক, ৪১টি বালিকা ও ১টি মিশ্র সর্বমোট মোট ৮৫টি সরকারি শিশু পরিবার পরিচালিত হচ্ছে। তন্মধ্যে-
৮৫ টি শিশু পরিবারে মোট অনুমোদিত আসন সংখ্যা ১০৩০০টি। তন্মধ্যে-
শিশু পরিবারসমূহের তালিকা ডাউনলোড করুনঃ
সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে):
নির্ধারিত ফরমে ৬-৯ বছরের এতিম শিশুর অভিভাবকরা আবেদনপত্র দাখিল করবেন। প্রাপ্ত আবেদনপত্রের খসড়া তালিকা প্রস্ত্ততপূর্বক তত্ত্বাবধায়ক/ঊপ-তত্ত্বাবধায়ক ভর্তি কমিটির সভা আহ্বান করেন। সভায় নিবাসী নির্বাচনপূর্বক আবেদনকারীকে অবহিত করার মাধ্যমে ভর্তি করে এতিম নিবাসী শিশুকে ১৮ বছর বয়স পর্যন্ত ভরণ-পোষণ, শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে পুনর্বাসন করা হয়।
ভর্তি প্রক্রিয়া:
সরকারি শিশু পরিবারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিশুদের পাবলিক পরীক্ষার ফলাফল
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ:
বিশেষ প্রয়োজনে যোগাযোগ:
ক্রম |
পদবী |
মোবাইল নং |
ই-মেইল |
১. |
উপপরিচালক | ০১৭১১৯৪৫৪৮৫ | rafiquedss91@gmail.com |
২. |
সহকারী পরিচালক |
০১৭০৮৪১৪০০৮ |
sm.mokter78@gmail.com |
|
তথ্য সুত্র : সমাজকল্যাণ মন্ত্রণালয়
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS