বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প দেশব্যাপী প্রান্তিক পেশাজীবীগোষ্ঠীর সঠিক সংখ্যা নিরূপণ ও তাদের তথ্য সম্বলিত অনলাইন ডাটাবেজ প্রণয়নের মাধ্যমে পেশার টেকসই উন্নয়নে সফটস্কিলস/উদ্যোক্তা প্রশিক্ষণ প্রদান করছে। মাঠ পর্যায়ের এ পেশাজীবীদের উৎপাদিত পণ্যবাজারজাতকরণের লক্ষ্যে ঢাকায় ১ টি বিপনন কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে, যার মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর উপার্জন সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। কাজের সুযোগ সৃষ্টি ও আত্মকর্মসংস্থানের ক্ষেত্র তৈরিতে প্রশিক্ষনোত্তর নগদ অর্থ সহায়তা প্রদানের মাধ্যমে প্রান্তিক পেশাজীবীগোষ্ঠীর সামাজিক মর্যাদা ও সুরক্ষা নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদফতর এর এই প্রকল্পটি। প্রশিক্ষণ ও অনুদান (নগদ সহায়তা) প্রাপ্তদের ব্যবসা প্রসারে সহায়তা এবং গুগল ম্যাপিং এর মাধ্যমে মনিটরিং প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত করছে। এই প্রকল্পের আওতায় দুই ধরণের প্রশিক্ষণ প্রদান করা হয়ঃ ১। সফটস্কিলস (উদ্যোক্তা প্রশিক্ষণ) ২। এপ্রেন্টেসসীপ প্রশিক্ষণ। প্রকল্প দলিল অনুযায়ী প্রান্তিক জনগোষ্ঠীর ২৬৩৪৩ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ইতোমধ্যে জুন ২০২২ পর্যন্ত ২৭ টি জেলার ১১৭ টি উপজেলা/পৌরসভা ২৬৩৪৩ জনের প্রশিক্ষণ ও অনুদান বিতরণ সম্পন্ন করা হয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS