পিতৃ-মাতৃ পরিচয়হীন ০-৭ বছর বয়সী পরিত্যক্ত/পাচার হতে উদ্ধারকৃত শিশুদের ছোটমনি নিবাসে লালনপালন করা হয়। সমাজসেবা অধিদফতর ৬ বিভাগে অবস্থিত ৬টি ছোটমনি নিবাসে শিশুদের মাতৃস্নেহে প্রতিপালন, রক্ষণাবেক্ষণ, খেলাধুলা ও সাধারণ শিক্ষা প্রদান করছে।
সেবা
সেবা গ্রহীতা
কার্যক্রম বাস্তবায়ন সংশ্লিষ্টগণ
সমাজসেবা অধিদফতরের প্রতিষ্ঠান শাখা ছোটমনি নিবাস পরিচালনা করে। পরিচালক (প্রতিষ্ঠান) এর নেতৃত্বে অতিরিক্ত পরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালক, সমাজসেবা অফিসার সদর দপ্তর পর্যায়ে এবং মাঠপর্যায়ে উপতত্ত্বাবধায়ক ছোটমনি নিবাস পরিচালনার সাথে সংশ্লিষ্ট। জেলা পর্যায়ের উপপরিচালক ও সহকারী পরিচালক মাঠ পর্যায়ের প্রতিষ্ঠান তদারকি এবং মাঠ পর্যায় ও সদর দপ্তরের মধ্যে সমন্বয় সাধন করে থাকেন। মাঠ পর্যায়ে জেলা প্রশাসক নেতৃত্বে একটি ব্যবস্থাপনা কমিটি কার্যক্রম বাস্তবায়ন কমিটি ছোটমনি নিবাস পরিচালনা কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট ছোটমনি নিবাসের উপতত্ত্বাবধায়ক উক্ত কমিটির সদস্য-সচিব হিসেবে কাজ করেন।
সেবাদান কেন্দ্র
সংশ্লিষ্ট আইন/বিধি/ নীতিমালা
১. ছোটমনি নিবাস ব্যবস্থাপনা নীতিমালা ২০০৩
নাগরিকদের সহযোগিতার ক্ষেত্র
সেবা প্রদানের সময়সীমা
যার সাথে যোগাযোগ করতে হবে
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS