Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জাতিসংঘের এসডিজি অগ্রগতি পুরস্কার অর্জন করায় মাননীয় প্রধানমন্ত্রীকে বিভাগীয় সমাজসেবা কার্যালয়, সিলেট এর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। মুজিব বর্ষে বাংলার মাটিতে একটি মানুষও গৃহহীন থাকবে না : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 


অগ্রগতি ও কর্মপরিকল্পনা

প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন শীর্ষক প্রকল্প


  • নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল  সৃষ্টি করে তাদের সম্পদে পরিণত করার লক্ষ্যে এ পর্যন্ত ২৬,৩৪৩ জনকে বিভিন্ন ট্রেড ভিত্তিক প্রশিক্ষণ দেয়া হয়েছে এবং প্রশিক্ষণ শেষে ২০,২১৬জনকে ১৮,০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
  • বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন শীর্ষক প্রকল্প গ্রহণ করা হয়। এ প্রকল্পে প্রান্তিক জনগোষ্ঠী বলতে দেশের পিছিয়ে পড়া সে সব পেশাজীবীগোষ্ঠীকে বুঝাবে, যারা বংশগতভাবে বিভিন্ন আদি পেশা, যথা: কামার, কুমার, নাপিত, বাঁশ-বেত পণ্য, কাঁশা-পিতল সামগ্রী, জুতা মেরামত (মুচি), বাদ্যযন্ত্র, নকশী কাঁথা, লোকজযন্ত্র, শিতলপাটি-শতরঞ্জী তৈরি সহ এ ধরনের সনাতন পেশার সাথে সম্পৃক্ত।

প্রকল্পটি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক জুলাই ২০১৭ হতে জুন ২০২০ মেয়াদে বাস্তবায়নের লক্ষ্যে গৃহীত হয় এবং পরবর্তীতে ডিসেম্বর ২০২২ পর্যন্ত ২য় সংশোধনীর মাধ্যমে মেয়াদ বৃদ্ধি করা হয়।

মূল প্রকল্পটি মোট ৮ টি জেলার ৮২ টি উপজেলায় বাস্তবায়নের জন্য প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছিল ৪৮৫৫.৭০ লক্ষ টাকা যা ২য় সংশোধনীর মাধ্যমে ২৭ টি জেলার১১৭ টি উপজেলায়বাস্তবায়নের লক্ষ্যে ৭০৮৪.২২ লক্ষ টাকায়বৃদ্ধি করা হয়।

মূল উদ্দেশ্য: প্রান্তিক পেশাজীবী জাতিগোষ্ঠীর দক্ষতা উন্নয়নের মাধ্যমে উৎপাদিত পণ্য ও সেবার উৎকর্ষ এবং পেশার আধুনিকায়নের মাধ্যমে তাঁদের অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক মর্যাদা বৃদ্ধিসহ সমাজের মূল শ্রোতধারায় সম্পৃক্তকরণের নিমিত্ত জীবনমান উন্নয়ন।

বিশেষ উদ্দেশ্য:

-দেশব্যাপী প্রান্তিক পেশাজীবীগোষ্ঠীর সঠিক সংখ্যা নিরূপণ ও তাদের তথ্য সম্বলিত অনলাইন ডাটাবেজ;

-পেশার টেকসই উন্নয়নে সফটস্কিলস/উদ্যোক্তা প্রশিক্ষণ প্রদান।

-মাঠ পর্যায়ের এ পেশাজীবীদের উৎপাদিত পণ্যবাজারজাতকরণের লক্ষ্যে ঢাকায় ১ টি বিপনন কেন্দ্র প্রতিষ্ঠা।

-উপার্জন সক্ষমতা বৃদ্ধিকল্পে ও দক্ষতা উন্নয়নের নিমিত্ত প্রশিক্ষণ প্রদান;

-হাতে কলমে এপ্রেন্টিসশীপ (শিক্ষানবিশি) প্রশিক্ষণপ্রদানেরমাধ্যমে পেশার মানোন্নয়ন;

-কাজের সুযোগ সৃষ্টি ও আত্মকর্মসংস্থানের ক্ষেত্র তৈরি;

-প্রশিক্ষনোত্তর পেশার টেকসই উন্নয়নে নগদ অর্থ সহায়তা;

-প্রান্তিক পেশাজীবীগোষ্ঠীর সামাজিক মর্যাদা ও সুরক্ষা নিশ্চিতকরণ;

-গুগল ম্যাপিং এর মাধ্যমে প্রশিক্ষণ ও অনুদান (নগদ সহায়তা) প্রাপ্তদের ব্যবসা প্রসারে সহায়তা এবং মনিটরিং এর মাধ্যমে প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিতকরণ;

-পেশাজীবীদের উৎপাদিত পণ্যের উৎকর্ষ সাধনে পরামর্শ/প্রশিক্ষণসহ তাঁদের উৎপাদিত পণ্যের বহূমুখী ব্যবহারে প্রচারণা;

- প্রশিক্ষনোত্তর সমাজসেবা অধিদপ্তর/বিএমইটি কর্তৃক কম্পিটেন্ট সনদ প্রদান।

 বিভাগীয় সমাজসেবা কার্যালয়, সিলেট এর সেপ্টেম্বর,, ২০২২ পর্যন্ত অগ্রগতি প্রতিবেদন।

ছক-৩ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের তথ্যাদি

প্রান্তিক জনগোষ্ঠীর জরিপ কর্মসূচির চার জেলার তথ্য বিশ্লেষন করতনিম্নোক্ত সমন্বিত ছকে প্রকাশ করা হলো।

ক্রম

জেলার নাম

উপজেলার নাম

এন্ট্রিকৃতডাটার পরিমান

অনুমোদিত ডাটারপরিমান


সিলেট

ওসমানীনগর

356

353



কানাইঘাট

912

912



কোম্পানীগঞ্জ

825

822



গোয়াইনঘাট

1062

1062



গোলাপগঞ্জ

709

709



জকিগঞ্জ

1109

1109



জৈন্তাপুর

691

691



দক্ষিণসুরমা

682

678



ফেঞ্চুগঞ্জ

444

415



বালাগঞ্জ

309

309



বিয়ানীবাজার

681

679



বিশ্বনাথ

476

473



সদর

561

561



সিটি কর্পোরেশন

796

795


জেলার মোট


9613

8773


সুনামগঞ্জ

ছাতক

929

927



জগন্নাথপুর

466

465



জামালগঞ্জ

697

696



তাহিরপুর

133

133



দক্ষিণসুনামগঞ্জ

497

497



দিরাই

718

717



দোয়ারাবাজার

659

614



ধর্মপাশা

305

305



বিশম্ভরপুর

446

435



শাল্লা

721

721



পৌরসভা

161

160



সদর

263

262


জেলার মোট


5995

5932


হবিগঞ্জ

আজমেরীগঞ্জ

483

477



চুনারুঘাট

539

538



নবীগঞ্জ

565

565



বানিয়াচং

1016

1015



বাহুবল

1158

1158



মাধবপুর

978

977



লাখাই

484

483



শায়েস্তাগঞ্জ

848

800



পৌরসভা

408

408



সদর

737

737


জেলার মোট


7216

7158


মৌলভীবাজার

কমলগঞ্জ

370

370



কুলাউড়া

1505

1505



জুড়ী

276

276



বড়লেখা

518

518



পৌরসভা

196

196



সদর

679

613



রাজনগর

672

672



শ্রীমঙ্গল

1427

1427


জেলার মোট


5643

5577


বিভাগেরমোট

19650

19462